কুমিল্লা ভিক্টোরিয়ানসে নিষিদ্ধ স্মিথ
বল টেম্পারিং কাণ্ডের পর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নেই অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। অবশ্য বিদেশি লিগে খেলতে বাধা না থাকায় তিনি ইতিমধ্যে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মাঠে নামবেন এই ব্যাটসম্যান। গতকাল মঙ্গলবার রাতে ব্যাপারটি নিশ্চিত করেছেন দলটির গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক খান নয়ন।
অবশ্য স্মিথের দলে আসার পেছনে ভূমিকা রয়েছে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। বিপিএলে সম্পূর্ণ আসরে থাকতে পারবেন না এই তারকা। তাই তাঁর বদলে স্মিথকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুরুর কিছু ম্যাচ খেলে শোয়েব মালিক চলে গেলেই তাঁর বদলে মাঠে নামবেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।
অবশ্য শ্রীলঙ্কান খেলোয়াড় আসেনা গুণারত্নেকেও দলে পাবেনা কুমিল্লা। ফলে বিপিএলে তাঁর বদলে কাকে দেখা যাবে, সেটি এখনো জানা যায়নি।