ব্যাট হাতে দারুণ উজ্জ্বল লিটন
প্রথম টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একের পর এক দৃষ্টিনন্দন স্ট্রোকের পসরা সাজিয়ে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। মাত্র ২৭ বলে পাঁচটি চার ও চারটি ছয়ে ফিফটিতে পৌঁছান লিটন। আউট হওয়ার আগে ছয়টি চার ও চারটি ছয় মেরে মাত্র ৩৪ বলে ৬০ রান করেন লিটন।
তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই স্বচ্ছন্দে খেলছিলেন লিটন। মিরপুরের উইকেটে শুরুতে পেস আক্রমণ দিয়ে বোলিং শুরু করে উইন্ডিজ। কিন্তু লিটনের মারমুখী ব্যাটিংয়ে পঞ্চম ওভারেই পেস আক্রমণ সরিয়ে বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে আসেন উইন্ডিজ অধিনায়ক ব্রাফেট। কিন্তু তাঁকেও সাবলিলভাবে মোকাবিলা করেন লিটন। খেলতে থাকেন একের পর এক চমৎকার স্ট্রোক।
ফিফটি করার পর ব্যক্তিগত ৫৫ রানে কিমো পলের বলে কভারে জীবন ফিরে পান লিটন । কিন্তু দ্বাদশ ওভারে ব্যক্তিগত ৬০ রানে ৩৪ বল খরচায় শেল্ডন কট্রেলের ইনকামিং ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান লিটন।
টি-টোয়েন্টিতে এটি লিটনের দ্বিতীয় অর্ধশতক। এর আগে গত আগস্টে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ৬১ রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন।