প্রোটিয়া ছোবলে নীল পাকিস্তান

সেঞ্চুরিয়নে মাত্র আড়াই দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে বক্সিং ডে টেস্টে ৬ উইকেটে পরাজিত পাকিস্তান দ্বিতীয় টেস্টের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় ব্যাকফুটে চলে গেছে। কেপটাউনের নিউল্যান্ডস মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সফরকারী পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে গেছে। প্রোটিয়া বোলারদের মারাত্মক পেস বোলিংয়ে একের পর এক উইকেট খুইয়ে দিশেহারা পাকিস্তান বলার মতো কোনো জুটিই তৈরী করতে পারেনি।
আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিংয়ের দৈন্যদশা সবার সামনে ফুটে ওঠে। কিন্তু একাদশে ব্যাটিং অর্ডারে একটিও পরিবর্তন না এনে পাকিস্তান পেসার হাসান আলীকে রেখে দলে ফেরায় মূল স্ট্রাইক বোলার মোহাম্মদ আব্বাসকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দল স্পিনার মহারাজকে বাদ দিয়ে ভারনন ফিলান্ডারকে দলে নিয়ে পেস ডিপার্টমেন্টের শক্তি আরও বৃদ্ধি করে। মাত্র ১৯ রানে দুই ওপেনার সহ তিন উইকেট হারায় পাকিস্তান। এক পর্যায়ে ৫৪ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান ফিরে গেলে ষষ্ঠ উইকেটে অধিনায়ক সরফরাজ আহমেদ ও আগের টেস্টে আত্মবিশ্বাসী ব্যাটিং করা শান মাসুদ ৬০ রানের জুটি গড়েন। এদের বিদায়ের পর মোহাম্মদ আমির কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন।
সরফরাজ সর্বোচ্চ ৫৬, শান মাসুদ ৪৪ রান করেন। ২২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আমির। দক্ষিণ আফ্রিকার পক্ষে আগের টেস্টের নায়ক অলিভিয়ের ৪টি ও ডেল স্টেইন ৩ টি উইকেট নেন।