অবশেষে আশরাফুলের ফেরা
দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে বিপিএলের ষষ্ঠ আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংসের প্রথম ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন ঘটেছে আশরাফুলের। দুই বছর আগে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সুযোগ হয় আশরাফুলের।
ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ও সব ধরনের ফ্রাঞ্চাইজি লিগ থেকে বহিষ্কার হন আশরাফুল। অনেক কাঠখড় পুড়িয়ে নিষেধাজ্ঞার সময় পেরিয়ে বিপিএলের এবারের আসরে চিটাগং ভাইকিংসের দলভুক্ত হন আশরাফুল। ফিটনেস ট্রেনিং আর দলের সঙ্গে অনুশীলনে বেশ চাঙ্গা দেখা গিয়েছিল আশরাফুলকে। অধিনায়ক মুশফিকুর রহিমও নিজের দিনে একহাতে ম্যাচ জেতানোর সক্ষমতার জন্য শুরু থেকেই আশরাফুলকে দলে ইংগিত দিয়েছিলেন।
আজ ম্যাচের শুরু থেকেই চিটাগং ভাইকিংসের জার্সিতে মাঠে দেখা যাচ্ছে আশরাফুলকে। টসে জেতা চিটাগং দল বোলিং বেছে নিয়ে শুরুতেই বিপাকে ফেলেছে ফেভারিট রংপুরকে। প্রথম চার ওভারেই মাত্র ১৭ রানে অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন আর রাইলি রুশোসহ চারটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে আশরাফুলের দল। এখন ব্যাট হাতে সেই স্ট্রোকমেকার আশরাফুলকে দেখা যায় কি না, সেটার অপেক্ষাতেই থাকবেন কোটি কোটি দর্শক।
এদিকে এবারের বিপিএলে অংশ নেবে সাতটি দল। দলগুলো হলো—ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস।
আসরের তিনটি ভেন্যু ঠিক হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
বর্তমান সূচি অনুযায়ী ঢাকায় প্রথম পর্বের খেলা হবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এরপর সিলেটে ১৮ ও ১৯ জানুয়ারি দুদিন চারটি ম্যাচ হবে। ২১ থেকে ২৩ জানুয়ারি তিনদিন মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়েই চট্টগ্রামে চলে যাবে বিপিএল। ২৫ থেকে ৩০ জানুয়ারি খেলা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১ থেকে ৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ পর্বের খেলা।