সিলেটকে উড়িয়ে দিল তামিমের কুমিল্লা
পুঁজি এত অল্প, এই রান নিয়ে জয়ের আশা করা একেবারেই বোকামি। বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে ঠিক তাই হয়েছে। স্থানীয় দল সিলেট সিক্সার্স মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গেছে। এই রান তাড়া করে আট উইকেটে সহজেই জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
তবে এই ম্যাচে কুমিল্লার সহজ জয়ের চেয়েও বেশি আলোচনা ছিল সিলেটের অল্প রানে গুটিয়ে যাওয়া। তাদের ভাগ্য ভালো অল্পের জন্য লজ্জার রেকর্ড হয়নি।
বিপিএলে এর আগে সর্বোনিম্ন রানের ইনিংসটি ছিল খুলনা টাইটানসের। ২০১৬ সালে তৃতীয় আসরে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল তারা। এবার তা না হলেও নিজেদের মাঠে নাসির-সাব্বিরদের কম লজ্জা হয়নি।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের কবলে পড়ে সিলেট। এই বিপর্যয় আর কেউ সামলাতে পারেননি। জাতীয় দলের সাবেক তারকা অলক কাপালি ছাড়া আর কেউ খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি।
কাপালিই একমাত্র দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পেরেছেন। তিনি অপরাজিত ৩৩ রান করেন, ৩১ বলে। আর সবাই ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত।
তরুণ স্পিনার মেহেদী হাসানের বোলিং তোপেই নাজেহাল অবস্থা হয়েছে সিলেটের। চার ওভার বল করে ২২ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। এছাড়া ইংলিশ স্পিনার লিয়াম দাউসন দুটি ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ তিনটি উইকেট নিয়ে সিলেট ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন।
সিলেট চার ম্যাচে মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট পেয়েছে। আর কুমিল্লা পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট ঝুলিতে পুরেছে।