টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে-কখন
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায়। আসরটি মাঠে গড়াবে সে বছর ১৮ অক্টোবর। আর বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১৯ অক্টোবর, বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হয়নি। বাছাইপর্ব থেকে আসা দলের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
প্রথম পর্বে সাকিব-মুশফিকরা খেলবেন ‘বি’ গ্রুপে। তাঁদের সঙ্গে খেলবে বাছাইপর্ব খেলে আসা তিন দল। এই পর্ব খেলেই সুপার টুয়েলভে খেলতে হবে তাদের।
সুপার টুয়েলভের আগে প্রথম পর্ব খেলতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে খেলবে বাছাই পর্ব থেকে আসা তিন দল।
অবশ্য আট দল আগে থেকেই সুপার টুয়েলভে খেলেছে। গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি এই পর্বে খেলবে।
দলগুলো হলো—পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান। সুপার টুয়েলভ শুরু হবে ২৪ অক্টোবর ।
আসরে দুটি সেমিফাইনাল হবে ১১ ও ১২ নভেম্বর। আর ১৫ নভেম্বর হবে ফাইনাল।
খেলা হবে সাতটি ভেন্যুতে—হোবার্ট, জিলং, সিডনি, অ্যাডিলেড, মেলবোর্ন, পার্থ ও ব্রিজবেনে।