মোসাদ্দেককে মাঠছাড়া করে বিতর্কে মুশফিক

টানা তিন ম্যাচ হেরে এমনিতেই চাপের মুখে ছিল মুশফিকুর রহিমের দল। সেরা চারে ওঠার লড়াইয়ে নিজেদের দর্শকদের সামনে শক্তিশালী ঢাকার বিপক্ষে চাপ থাকাটা তাই স্বাভাবিক। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রবল চাপের মুহূর্তে সহজ ক্যাচ ছেড়ে দেন চিটাগং ভাইকিংস দলের ফিল্ডার মোসাদ্দেক হোসেন। প্রচণ্ড রাগে মেজাজ হারানো ভাইকিংস অধিনায়ক তাই মাঠ থেকেই বের করে দেন তাঁকে। রান তাড়া করতে থাকা ঢাকার ব্যাটিংয়ের ষোড়শ ওভারে ঘটা সেই ঘটনায় পরে সৃষ্টি হয় বিতর্ক ও সমালোচনা।
১৭৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে থাকা ঢাকার তখন ১৬ বলে ২৯ রান প্রয়োজন। অফস্পিনার নাঈম হাসানের করা ওভারের তৃতীয় বলে লংঅফে ক্যাচ দেন ডায়নামাইটসের শুভাগত হোম। অথচ সহজ সেই ক্যাচ হাতছাড়া করেন মোসাদ্দেক। বল তাঁর আঙুলে লেগে মাটিতে পড়তেই মেজাজ চটে যায় অধিনায়ক মুশফিকের। রেগেমেগে তাঁকে মাঠ থেকে বাইরে চলে যেতে বলেন মুশি। অধিনায়কের নির্দেশে বিষণ্ণ মুখে মাঠ ছেড়ে যাওয়া মোসাদ্দেকের বদলি হিসেবে নামেন সাদমান ইসলাম।
কিন্তু ক্রিকেটের আইন অনুযায়ী অসুস্থতা, চোট পাওয়া অথবা সবার অনুমতি নিয়ে বাইরে যাওয়া ছাড়া মাঠ ছাড়তে পারেন না কোনো ফিল্ডার। তাই কোচ সাইমন হেলমট বাউন্ডারি লাইনে এসে মোসাদ্দেককে জিজ্ঞেস করেন, কেন মাঠ ছাড়ছেন তিনি। দর্শকদের কেউ কেউ করেন সমালোচনা। পরে ঘটনাটিতে সৃষ্ট বিতর্কে ব্যাখ্যা দিয়ে চিটাগং ভাইকিংস দলের টিম ম্যানেজমেন্ট সদস্য ও বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘শুধু মুশফিক বেরিয়ে যেতে বলার জন্য নয়, কনিষ্ঠ আঙুলে পাওয়া ব্যথাও মোসাদ্দেকের মাঠ ছাড়ার কারণ।’
তবে শেষ পর্যন্ত ১১ রানের জয়ে হাসি ফুটেছে মুশফিকের দলের। এই জয়ে প্লে-অফটাও নিশ্চিত হয়েছে তাদের।