বল হাতে মুস্তাফিজের দুঃস্বপ্নের দিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/20/photo-1550640550.jpg)
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বল হাতে আজ দুঃস্বপ্নের এক দিন কাটালেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ১০ ওভার বোলিং করে টম ল্যাথাম আর জেমস নিশামের উইকেট দুটি তুলে নিলেও ৯৩ রান গুনেছেন মুস্তাফিজ। ক্যারিয়ারে কোনো ওয়ানডে ম্যাচে এটাই সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড তাঁর। দেশসেরা এই বোলারের বাজে এক দিনে কিউইরা ৩৩০ রানের বিশাল সংগ্রহ গড়েছে।
এবারের নিউজিল্যান্ড সফরে বল হাতে সেরা ফর্মের ধারেকাছেও নেই বাংলাদেশের বোলাররা। প্রথম দুই ওয়ানডেতে ১১৪.৫০ গড়ে মাত্র চার উইকেট নিতে পেরেছেন দলের বোলাররা। গত ১৪ বছরে টাইগার বোলারদের এটাই সবচেয়ে বাজে বোলিংয়ের নজির। আজ তৃতীয় ওয়ানডেতে কিউইদের ছয়জন ব্যাটসম্যানকে আউট করলেও অকাতরে রান দিয়েছেন বোলাররা। নিজের ১০ ওভারে ৯৩ রান দিয়ে বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে মুস্তাফিজ। আরেক পেসার রুবেল হোসেন নিজের ৯ ওভারে দিয়েছেন ৬৪ রান। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র দুই ওভার বোলিং করে গুনেছেন ২৮ রান।
মুস্তাফিজ আজ ৯৩ রান দিলেও খরুচে বোলিংয়ের রেকর্ডে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন। ২০১০ সালে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৯৫ রান দিয়েছিলেন পেসার শফিউল ইসলাম। তবে এত রান দেওয়ার পরও ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় মুস্তাফিজ আছেন ৪০ নম্বরে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার এম লুইস দিয়েছিলেন সবচেয়ে বেশি ১১৩ রান। এ ছাড়া ১০ ওভারে শতাধিক রান দেওয়ার রেকর্ড আছে আরো ১১টি।