প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল বাংলাদেশের ব্যাটসম্যানরা
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুই একজন ছাড়া ব্যাট-বোলিং সব ক্ষেত্রেই বাংলাদেশের ক্রিকেটাররা একেবারেই ব্যর্থ হয়েছেন। আর কদিন বাদে টেস্ট সিরিজের লড়াই শুরু হবে। তাঁর আগে প্রস্তুতি ম্যাচে নেমে বাংলাদেশ দলের প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন।
আজ শনিবার লিঙ্কনে দুদিনের প্রস্তুতি মাচের প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬.১ ওভারে ৪১১ রান করে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের চারজন ব্যাটসম্যান অর্ধশতক করেছেন। এ ছাড়া ভালো খেলেছেন ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারও।
ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও প্রস্তুতি ম্যাচে ৪৫ রান করে সাজঘরে ফিরেছেন তামিম। আরেক ওপেনার সাদমান ইসলাম খেলেন ১১৩ বলে ৬৭ রানের চমৎকার একটি ইনিংস করে। তবে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক, ২০ রান করে আউট হন তিনি।
এরপর লিটন দাস ৯১ বলে ৬২, সৌম্য ৭৫ বলে ৪১, মাহমুদউল্লাহ ৬০ বলে ৫৯, মেহেদী হাসান মিরাজ ৬৭ বলে ৫১ রান এবং লোয়ার অর্ডারে আবু জায়েদ রাহি ২৩ রান করেন।
অবশ্য চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, হ্যামিল্টেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২, সৌম্য ৪১, মাহমুদউল্লাহ ৫৯, মিরাজ ৫১, আবু জায়েদ ২৩)।