রশিদ খানের অবিশ্বাস্য রেকর্ডে আফগানদের জয়

প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে টানা চার বলে চার উইকেট নিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে করেছেন হ্যাটট্রিক। তাঁর রেকর্ড গড়া পারফরম্যান্সের দিন টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। তৃতীয় টি-টোয়েন্টিতে তারা ৩২ রানে পরাজিত করেছে আইরিশদের।
দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার আফগানদের করা ২১০ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান করে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে এটি আফগানদের টানা দশম জয়। শুরুর দিকে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া আফগানিস্তানকে পথ দেখান অলরাউন্ডার মোহাম্মদ নবী। বিধ্বংসী এক ইনিংসে এই অলরাউন্ডার সাতটি ছক্কা ও ছয়টি চারে ৩৬ বলে ৮১ রান করেন। আগের ম্যাচের নায়ক হজরতুল্লাহ জাজাই ১৭ বলে করেন ৩১ রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২১০ রানের পুঁজি পেয়ে যায় আফগানিস্তান। আয়ারল্যান্ডের বয়েড র্যানকিন নেন তিন উইকেট।
২১১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবার্নির সঙ্গে ১০.৪ ওভারে ৯৬ রানের জুটি গড়ে ম্যাচে উত্তেজনা জিইয়ে রাখেন কেভিন ও’ব্রায়েন। বালবার্নি আউট হন ৩৩ বলে ৪৭ রান করে।
শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ৬৯ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। পাঁচ ওভারের তিনটিই করেন রশিদ খান। ষোড়শ ওভারে বোলিংয়ে ফিরেই কেভিন ও’ব্রায়েনকে কট বিহাইন্ড করেন রশিদ। ৪৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৭৪ রান করে ফিরেন ও’ব্রায়েন। অষ্টাদশ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই তুলে নেন জর্জ ডকরেল ও শেন গেটকেটের উইকেট। হয়ে যায় হ্যাটট্রিক। ঠিক পরের বলে সিমি সিংকে ফিরিয়ে নেন চার বলে চার উইকেট। ইনিংসের শেষ ওভারে আউট করেন জন লিটলকে। সব মিলিয়ে ২৭ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন রশিদ। আফগানিস্তান পায় ৩২ রানের সহজ জয়।
তবে ম্যান অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী।