সৌরভের টুইটের জবাবে যা বললেন শচীন

বিশ্বকাপের মঞ্চে আগামী ১৬ জুন পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। এই ম্যাচটিতে ভারতের খেলা-না খেলা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছিলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছে ভারত। ফের ওদের হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগত ভাবে না খেলে ওদের দু’পয়েন্ট দেওয়াকে একেবারেই সমর্থন করি না।’
আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মজা করেই বলেছিলেন, ‘শচীন হয়তো পাকিস্তানের বিপক্ষে দুই পয়েন্ট চায়, কিন্তু আমি চাই বিশ্বকাপ...।’
এর পরই সামাজিক যোগোযোগমাধ্যমে দুই কিংবদন্তি ক্রিকেটারের মন্তব্য নিয়ে তুমুল ঝড় ওঠে। শচীনের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। পুরা ঘটনায় স্বভাবতই বিরক্ত সৌরভ গাঙ্গুলী গতকাল একটি টুইট করে তাঁর বক্তব্যের যে ভুল ব্যাখা করা হয়েছে, সেটা জানান।
সৌরভের টুইটের পর খুব বেশি সময় লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যেই টুইট করে উত্তর দিলেন শচীন। সৌরভের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাকে নিজের বক্তব্যের ব্যাখা করতে হবে, সেটা কখনো ভাবিনি। আমি এটাই মনে করি যে কী করলে দেশের ভালো হবে, সেটাই আমরা প্রত্যেকে চাই।’
এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে প্রতিবাদে ফুঁসে উঠেছে ভারত। বিসিসিআই আর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের পথে হাঁটতে রাজি নয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়, সমর্থক ও ম্যাচ অফিশিয়ালদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও তাদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইসিসিকে চিঠিও লিখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন অনেক সাবেক ক্রিকেটার।