আবার পাকিস্তান দলের নেতৃত্বে শোয়েব মালিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন শোয়েব মালিক। ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইএসপিএন ক্রিকইনফোকে দেশটির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছেন, ইনজুরিতে পড়া অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বদলি হিসেবে দলে ডাকা হতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলকে।
সরফরাজ আহমেদকে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যেন পরিশ্রান্ত না হয়ে পড়েন, তাই সরফরাজসহ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। খেলোয়াড়দের টানা ক্রিকেট খেলা উচিত নয়। তাই কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
পাকিস্তানের প্রধান নির্বাচক আরো বলেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমাদের একটি উজ্জীবিত দল নিয়ে যাওয়া উচিত। শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট খেলোয়াড় নিয়েই আমরা বিশ্বকাপে যেতে চাই।’