নয় হাজারের ক্লাবে ইউনুস খান
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছিলেন ইউনুস খান। দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেকে আরো উঁচুতে নিয়ে গেছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পাকিস্তানের প্রথম ও সব মিলিয়ে চতুর্দশ ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছেন টেস্টে নয় হাজার রানের মাইলফলক।
প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলে মাইলফলক ছোঁয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন ইউনুস। দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করেই পূর্ণ করে ফেলেছেন টেস্টে নয় হাজার রান। তৃতীয় দিন শেষে ৭১ রান করে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে এখন ইউনুসের সংগ্রহ দাঁড়িয়েছে ৯,০২৪ রান। টেস্ট ইতিহাসের ১৪তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে নয় হাজার রান করার গৌরব অর্জন করেছেন ৩৭ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটার। ইউনুস অবশ্য এখানেই থেমে থাকতে রাজি নন। কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়ার পর ১০ হাজারের ক্লাবে ঢোকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। যেখানে যেতে পেরেছেন মাত্র ১১ জন ক্রিকেটার।
২০০টি টেস্ট খেলে ১৫,৯২১ রান নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর এখনো খেলে যাচ্ছেন এমন ব্যাটসম্যানের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় ইউনুসের নাম আছে দ্বিতীয় স্থানে। ৯,৬৫৮ রান করে তাঁর আগে আছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।
ব্যাটিং গড়ের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন ইউনুস। ১০৩ টেস্ট খেলে তাঁর ব্যাটিং গড় ৫৪.৩৬। ইউনুসের আগে আছেন শুধু জ্যাক ক্যালিস (মোট রান ১৩২৮৯, গড় ৫৫.৩৭) ও কুমার সাঙ্গাকারা (মোট রান ১২৪০০, গড় ৫৭.৪০)।