বিতর্কে জড়ানো ইউনুসকে ‘শোকজ’
পাকিস্তানের ক্রিকেটারদের ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। এবার বিতর্কের কেন্দ্রে ইউনুস খান। স্থানীয় একটি টুর্নামেন্টে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রোষানলে পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে তাঁকে।
গত শুক্রবার ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল ইউনুসের নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া। আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রতিবাদ করেছিলেন টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর এটাই কাল হয়েছে তাঁর জন্য। পরদিন ম্যাচ রেফারি আজিজ-উর রেহমান ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা ছাড়াও শৃঙ্খলাজনিত শুনানিতে ডেকে পাঠিয়েছিলেন ইউনুসকে। তবে ইউনুস শুনানিতে তো যানইনি, উল্টো রাগ করে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে।
সোমবার অবশ্য পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খানকে ফোন করে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। পাকিস্তান কাপে আবার খেলতেও চেয়েছেন। কিন্তু ইউনুসের ক্ষমা প্রার্থনায় সাড়া দেয়নি ক্রিকেট বোর্ড। ব্যাটিং-কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও কয়েকজন আম্পায়ারের ক্ষুব্ধ প্রতিক্রিয়াও হয়তো তার কারণ। ইউনুসের আচরণে ক্ষোভ প্রকাশ করে মিয়াঁদাদ বলেছেন, ‘শৃঙ্খলাভঙ্গ কোনোমতেই সহ্য করা উচিত নয়। তা সে যত বড় খেলোয়াড়ই হোক না কেন। কারণ, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।’
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের এ মন্তব্যই হয়তো ইউনুস সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে পিসিবিকে। এক বিবৃতিতে শাহরিয়ার খান জানিয়েছেন, ‘ইউনুস পাকিস্তান ক্রিকেটের একজন বিশাল সেবক আর তরুণদের সামনে সত্যিকারের রোল মডেল। সিদ্ধান্তটা নিতে তাই আমার ভীষণ কষ্ট হয়েছে। তবে আমাদের প্রমাণ করতে হবে যে খেলার চেয়ে বড় কেউ নয়।’
অবশ্য শুধু ইউনুস একা নন, বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের আরো দুই তারকা ক্রিকেটার। স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে, পাকিস্তান কাপ চলার সময় একটি ঘটনায় মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের কাচ ভেঙেছেন আহমেদ শেহজাদ। আর উমর আকমল একদল ছেলের সঙ্গে ঝগড়া করে লজ্জায় ফেলে দিয়েছেন নিজের দলকে। দুটি ঘটনাই এখন পিসিবির তদন্তাধীন।