কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?
এবারের নিউজিল্যান্ড সফরে ইনজুরির ছোবলে জর্জরিত বাংলাদেশ দল। একের পর এক খেলোয়াড় চোটের কারণে ছিটকে যাচ্ছেন একাদশ থেকে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান সফরেই আসতে পারেননি। অভিজ্ঞ মুশফিকুর রহিমও টেস্ট সিরিজে নামতেই পারেননি মাঠে। দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না তিনি, এটা প্রায় নিশ্চিত। কিছুট শঙ্কা রয়েছে তামিম ইকবালকে নিয়েও। কিউই কন্ডিশনটাও একেবারেই ভিন্নরকম। সব মিলিয়ে একাদশ সাজাতে তাই হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে দল। দ্বিতীয় টেস্টে তাই প্রত্যাশিতভাবেই পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে।
দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ জানিয়েছেন, ওয়েলিংটনের এই টেস্ট ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। তাঁকে জায়গা করে দিতে প্রথম টেস্ট খেলা তিন পেসারের যেকোনো একজন বাদ পড়তে পারেন। তবে পেস সহায়ক সবুজাভ উইকেট থাকলে চার পেসার নিয়েও মাঠে নামতে পারে দল। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে হ্যামিল্টনে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়া মেহেদী হাসান মিরাজের।
এদিকে মুশফিকুর রহিমের এই টেস্টেও মাঠে নামা হচ্ছে না। তবে কিছুটা ইনজুরিতে ভোগা তামিম ইকবালের খেলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশফিককে সম্ভবত এই টেস্টেও পাচ্ছি না আমরা। তবে তামিমকে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আজ ওর ব্যাটিং অনুশীলন করার কথা রয়েছে।’
ওপেনিংয়ে যথারীতি তামিমের সঙ্গে জুটি বাঁধবেন সাদমান ইসলাম অনিক। হ্যামিল্টনে দুই ইনিংসেই তামিমের সঙ্গে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে খেলে দলকে শুভসূচনা এনে দিয়েছিলেন তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম টেস্টে ব্যর্থ হলেও ব্যাটিং অর্ডারে পরের জায়গাগুলোতে মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন নিশ্চিতই বলা যায়। আর অধিনায়ক রিয়াদের সঙ্গে হ্যামিল্টনের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার তো থাকছেনই। উইকেটরক্ষক লিটন দাসও আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ পাবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাদমান ইসলাম, তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ/খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।