আইপিএল যাত্রা হলো না রুবেলের

আইপিএলের গত মৌসুমের কথা মনে আছে? মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে টানটান উত্তেজনার মুহূর্তগুলোতে বোলিং করছিলেন মুস্তাফিজুর রহমান। এ মৌসুমে আর ফিজকে দলে রাখেনি মুম্বাই। তবে ইনজুরি আক্রান্ত কিউই পেসার অ্যাডাম মিলনের জায়গায় বাংলাদেশের আরেক পেসার রুবেল হোসেনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল মুম্বাই পল্টুনে যুক্ত হওয়ার। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি ডানহাতি পেসারের। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার আলঝেরি জোসেফকে দলে টানায় থেমে গেছে রুবেলের আইপিএল যাত্রা।
আইপিএলের এবারের আসরে পেসারদের নিয়ে মোটামুটি ভালো সংকটে পড়েছে মুম্বাই শিবির। কিউই দ্রুতগতির ফাস্ট বোলার অ্যাডাম মিলনে টুর্নামেন্ট শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ঘরের ছেলে হয়ে যাওয়া অভিজ্ঞ লাসিথ মালিঙ্গাকে এবার সব ম্যাচে পাবেনা মুম্বাই। দলের আক্রমণের মূল ভরসা জাসপ্রিত বুমরাহ পড়েছেন ইনজুরিতে। সব মিলিয়ে পেস আক্রমণ সাজানো নিয়ে দিশেহারা মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট।
এমন অবস্থায় মুম্বাইয়ের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশের রুবেল হোসেনের দিকে নজর রাখছে মুম্বাই শিবির। অ্যাডাম মিলনের জায়গায় তাঁকে দলে নেওয়ার বিষয়ে ভাবছিল দলটি। তবে শেষ পর্যন্ত ক্যারিবিয়ান তরুণ পেসার আলঝেরি জোসেফের ওপরই আস্থা রেখেছে।
২২ বছর বয়সী জোসেফ ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।