প্রীতি জিনতার সঙ্গে ইংলিশ পেসারের ভাংড়া নাচ
আইপিএলে সর্বশেষ ম্যাচে দিল্লির বিপক্ষে নাটকীয় জয় পেয়েছিল পাঞ্জাব। ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের বদলে দলে ফিরেই ব্যাট হাতে ১০ বলে ২০ রান করার পাশাপাশি বল হাতে ১১ রান দিয়ে তুলে নেন চার উইকেট। তাই গড়লেন দারুণ একটি কীর্তি, এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করলেন স্যাম কারেন। আইপিএলের ইতিহাসে এটি ১৮তম হ্যাটট্রিক।
হ্যাটট্রিক করে ভাংড়া নাচ করলেন কারেন। পরে ম্যাচ জিতিয়ে আবার পাঞ্জাবের মালিক প্রীতি জিনতার সঙ্গেও ভাংড়া নাচতে দেখা যায় এই ইংলিশ পেসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল ম্যাচেই হ্যাটট্রিক করলেন এই ইংলিশ পেসার।
গত সোমবারের এই ম্যাচে কারেন ১৮তম ওভারে দুই উইকেট নেন। পরে শেষ ওভারে বল করতে এসে প্রথম বলেই তাঁর ইয়র্কারে ফিরে যান কাগিসো রাবাদা। পরের বলেই সন্দীপ লামিচানেকে আউট করে হ্যাটট্রিক করেন স্যাম কারেন।
ম্যাচে দিল্লিকে ১৪ রানে হারিয়ে নাটকীয় জয় পায় পাঞ্জাব। টস জিতে প্রথমে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় দিল্লি। ক্রিস গেইলকে বসিয়ে স্যাম কারেনকে দলে নেয় পাঞ্জাব। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা রাহুল শুরুতেই ঝড় তুলছেন। কিন্তু ১৫ রানে ক্রিস মরিসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। ওপেনিংয়ে নামা কারেন ২০ রান করে ফিরেন সাজঘরে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে তাঁর দল।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয় দিল্লি। কারেন চার উইকেট দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুটি করে উইকেট পান অশ্বিন ও শামি।
Some bhangra moves there, courtesy @realpreityzinta & @CurranSM pic.twitter.com/VAeXq3I07o
— IndianPremierLeague (@IPL) April 1, 2019