বদল হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি?

গতকাল সোমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। কিন্তু দলের এই জার্সি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে সবুজ জার্সিতে লালের কোনো ছোঁয়া না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই জার্সি পাল্টাতে আইসিসির সঙ্গে কথা বলবে তারা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘জার্সির নকশা যেহেতু চূড়ান্ত হয়েছে, তাই হুট করেই তা বদল করা যায় না। বিশ্বকাপের জার্সি বদল করতে আমরা আইসিসিকে জানাব। অনুমোদন পেলেই নতুন জার্সি তৈরি করা হবে।’
বিশ্বকাপের জন্য দুই রঙের জার্সি তৈরি করা হয়েছিল। দুই রঙের আলাদা দুটি জার্সি করা হয়েছে। চিরাচরিত সবুজ রঙের জার্সির পাশাপাশি লাল রঙের আরেকটি জার্সি তৈরি করা হয়। অবশ্য সব সময় বাংলাদেশ দলের জার্সিতে জাতীয় পতাকার সবুজ ও লাল রং প্রাধান্য দেওয়া হতো। এবার সবুজ জার্সিতে লালের কোনো ছোঁয়া নেই। যে কারণে এত সমালোচনা।
ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। তবে বাংলাদেশের বিশ্বকাপযাত্রাটা শুরু হচ্ছে একটু আগেই। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার এই সিরিজ খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফিরা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ জার্সি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টাইগারদের জার্সি উন্মোচন করেন।
আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।