বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়ারল্যান্ড দল ঘোষণা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। এই দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্যারি উইলসন। চোখে সমস্যার কারণে গত ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করেছিলেন তিনি।
উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বাধীন এই দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন জশ লিটল ও লরকান টাকার। বাঁহাতি এই পেসার এরই মধ্যে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন। গত জানুয়ারিতে ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ভালো পারফর্ম করেই প্রথমবার ওয়ানডে দলে ডাক পান তিনি।
আগামী ৩ মে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে মাঠে নামবে আয়ারল্যান্ড। এরপর ৫-১৭ মে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে আইরিশরা।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, এন্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাগ, কেভিন ও ব্রায়ান, বয়েড র্যা নকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরকান টাকার, গ্যারি উইলসন।