বিয়ের পর মিরাজ-মুস্তাফিজের ব্রেক থ্রু
কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশ দলের দুই তারকা মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। দেশবাসী চমকে যায় দুজনের হঠাৎ বিয়ের খবরে। আলোচিত বিয়ে পর্বের পর বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে আজই প্রথম মাঠে নামেন মিরাজ ও মুস্তাফিজ। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আজ দুজনেই উইকেট শিকার করেছেন। তাই ক্রিকেটভক্তরা দুজনের সাফল্যকে মিরাজ-মুস্তাফিজের বিয়ে পরবর্তী ব্রেক থ্রু হিসেবে আখ্যায়িত করেছেন।
আজ মঙ্গলবার ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার শেই হোপ ও সুনিল আমব্রিস। এই দুজনের দৃঢ়তায় এক পর্যায়ে বিনা উইকেটে ৮৯ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ৩৮ রান করা আমব্রিসকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন এই অফস্পিনার। নিজের বাকি নয় ওভারে আর উইকেট না পেলেও, ১০ ওভারের অসাধারণ এক স্পেলে নিখুঁত লাইন-লেন্থে বল করে মাত্র ৩৮ রান দেন মিরাজ।
অন্যদিকে, প্রথম স্পেলে নিজের সেরা বোলিংয়ের ধারেকাছেও ছিলেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ছয় ওভারে প্রায় ৬০ রান দেন মুস্তাফিজ। তবে শেষদিকে এসে নিজেকে ফিরে পান বাঁহাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন কাটারের জাদুতে। শেষ স্পেলে দুটি উইকেট তুলে নেন ফিজ। নিজের ১০ ওভারে ৮৪ রান দিলেও ডেথ ওভারে ঠাণ্ডা মাথার বোলিংয়ের ঝলক ঠিকই দেখান বাঁহাতি এই পেসার।
দুজনের পাশাপাশি দারুণ বোলিং করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এক পর্যায়ে ৩০০ রানের সম্ভাবনা উঁকি দিতে থাকা ক্যারিবীয় ইনিংসটার লাগাম টেনে ধরেন দেশসেরা এই পেসার। এক ঝটকায় সেঞ্চুরিয়ান শেই হোপসহ তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট। শেষ পর্যন্ত নয় উইকেটে ২৬১ রানে থামে ক্যারিবীয় ইনিংস।