আবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/22/photo-1558519810.jpg)
আঙুলের ইনজুরি কাটিয়ে প্রায় তিন মাসের বিরতি শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবার বাংলাদেশ দলে ফিরে আসেন সাকিব আল হাসান। গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে মোট তিনটি ম্যাচে মাঠে নামেন বাঁহাতি এই অলরাউন্ডার। এর মধ্যে দুই ম্যাচেই খেলেন অর্ধশতকের ইনিংস। শেষ পর্যন্ত কোমরের চোটের কারণে ফাইনালটা না খেলতে পারলেও আজ দারুণ এক সুসংবাদ পেয়েছেন সাকিব। ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন এই তারকা ক্রিকেটার। আজ বুধবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকায় সবার উপরে চলে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।
গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ক্রিকেটে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে হটিয়ে এক নম্বরে চলে গিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। প্রায় আট মাস পর সেই রশিদ খানকে সরিয়েই আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন রশিদ খান। ৩১৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো পারফর্ম করা পাকিস্তানের ইমাদ ওয়াসিম আছেন চার নম্বরে। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার আছেন পাঁচে।
এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় দুইয়ে আছেন সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৩৩৮। ৩৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আছেন আরো এক বাংলাদেশি। ২৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর ঠিক ওপরেই আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
অন্যদিকে, টেস্ট অলরাউন্ডারের তালিকায়ও দুই নম্বরে আছেন বাংলাদেশের সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৩৯৯। সবার ওপরে থাকা ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের রেটিং পয়েন্ট ৪৩৯। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিবের পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার।
উল্লেখ্য, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় সেরা হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান।