বায়োস্কোপে সরাসরি বিশ্বকাপ

বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াচ্ছে আগামী ৩০ মে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বায়োস্কোপে। বাংলা ধারাভাষ্যসহ বিশ্বকাপের ম্যাচগুলো বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন দর্শকরা।
এ নিয়ে গ্রামীণফোন ও গাজী টেলিভিশনের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ডিজিটাল সোলায়মান আলম ও গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজসহ অনেকেই।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব ডিজিটাল সোলায়মান আলম বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই বিশ্বাস করি, সারা বিশ্বের বাংলাদেশিদের কাছে ক্রিকেটের আবেদন রয়েছে। এ ছাড়া বিশ্বকাপের মতো বড় একটা মঞ্চে যখন বাংলাদেশ ক্রিকেট দল খেলে, ক্রিকেট তখন সবার জন্য আরো অনেক অর্থবহ ও আনন্দের হয়ে ওঠে।’
গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ বলেন, ‘এটা ডিজিটাল ব্রডকাস্টিং যুগের সূচনা। ডিজিটাল ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলা ধারাভাষ্য হচ্ছে এবং আমরাই প্রথমবারের মতো ডিজিটাল স্পোর্টসে আমাদের নিজেদের ভাষার গর্ব প্রতিষ্ঠিত করতে পেরেছি। বিশ্লেষণধর্মী এ বাংলা ধারাভাষ্যে নিজস্ব ধারা বজায় থাকবে। লর্ডস ও ওভালের মতো ক্রিকেট স্বর্গ থেকে সরাসরি সম্প্রচার এ প্রোগ্রামকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশের জনপ্রিয় উপস্থাপক ও আন্তর্জাতিক ফ্যাশন মডেল পিয়া জান্নাতুলের উপস্থিতি এ শোতে বাড়তি গ্ল্যামার ও আনন্দ যোগ করবে।’
২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপ। বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি এবার তারা খেলাধুলাও প্রচার করছে।