শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ওপেনারের ডেপুটি করা হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে।
১৫ সদস্যের দলে আরো আছেন ব্যাটসম্যান সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম, শহিদুল ইসলাম ছাড়াও সুমন খান, ইয়াসিন আরাফাত ও শফিকুল ইসলামের মতো উঠতি তরুণরা।
লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে এইচপি দল। আগামীকাল রোববার প্রথম একদিনের ম্যাচটি হবে বিকেএসপিতে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানেড ম্যাচটি হবে ২১ আগস্ট। সিরিজের শেষ একদিনের ম্যাচ হবে ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
ওয়ানডে শেষে শুরু হবে চারদিনের ম্যাচ। যার প্রথমটি হবে খুলনায় ২৭ আগস্ট। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিবি হাই পারফরম্যান্স দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী (সহ-অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
স্ট্যান্ডবাই : মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদিন হোসেন, ইফরান হোসেন, সাব্বির হোসেন ও মেহেদি হাসান রানা।