সিপিএলের ফাইনালে সাকিবের বার্বাডোজ

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ওঠার প্রথম সুযোগ হারিয়েছিল বার্বাডোজ ট্রাইডেন্টস। তবে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেনি দলটি। দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে সিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের বার্বাডোজ।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে ত্রিনবাগোকে ১২ রানে হারিয়েছে বার্বাডোজ। রোববার টুর্নামেন্টের ফাইনালে শিরোপাযুদ্ধে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে বার্বাডোজ। দলের পক্ষে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি বার্বাডোজের স্বীকৃত ব্যাটসম্যানরা। ওপেনার জনসন চার্লস সর্বোচ্চ ৩৫ রান করলেও খেলেন ৪১টি বল। ফলে শুরুর দিকে কিছুটা চাপে পড়ে যায় বার্বাডোজ।
ব্যাট হাতে ভালো করতে পারেননি বাংলাদেশি তারকা সাকিবও। ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারে বোলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে ১২ বলে ১৮ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের পর বাকিরাও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে ত্রিনবাগোর সামনে ১৬১ রানের লক্ষ্য রাখে বার্বাডোজ।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৪৮ রানে অলআউট হয়ে যায় ত্রিনবাগো। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্ন। ২৩ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড।
ব্যাটিংয়ের পর বল হাতেও আজ ভালো করেননি সাকিব। প্রথম ওভারে দেন ১৬ রান, পরে ফিরে দেন ১১ রান। ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।