পাকিস্তান দলে জুনায়েদের জায়গায় রাহাত
এক বাঁহাতির জায়গায় আরেক বাঁহাতি। পায়ের পেশির চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে জুনায়েদ খানকে। বিশ্বকাপের দলে তাঁর জায়গায় আরেক বাঁহাতি পেসার রাহাত আলীকে নিয়েছে পাকিস্তান।
২৬ বছর বয়সী রাহাত ২০১২ সাল থেকে পাকিস্তান টেস্ট দলের নিয়মিত সদস্য। তবে ১১ টেস্টে ৩১ উইকেট নিলেও ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি। একমাত্র ওয়ানডে খেলেছেন প্রায় তিন বছর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে চার ওভার বল করে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।
গত মাসে নিউজিল্যান্ডের উদ্দেশে পাকিস্তান দল রওনা হওয়ার ঠিক আগে পায়ের পেশির চোটে পড়েন জুনায়েদ। তাঁর জায়গায় বিলওয়াল ভাট্টিকে পরে পাঠানো হয়েছিল। কিন্তু বিশ্বকাপের দলে সুযোগ হয়নি ভাট্টির। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১০ ওভারে ৯৩ রান দেওয়ার লজ্জা নিয়ে দেশে ফিরতে হচ্ছে এই ডানহাতি পেসারকে।