দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী জুলাইয়ে। সিরিজটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (২৬ জুন) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সিরিজে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন বামহাতি মিডল অর্ডার ব্যাটার আহরার আমিন। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আরিফুল ইসলাম।
সিরিজ খেলতে ৩ জুলাই বাংলাদেশে এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার যুবারা। খেলা হবে খুলনা ও রাজশাহীতে। খুলনায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ জুলাই। বাকি ম্যাচগুলো যথাক্রমে ৯, ১১, ১৪ ও ১৭ জুলাই। প্রথম তিন ম্যাচ খুলনায় ও পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। শেষ দুই ম্যাচের দল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ স্কোয়াড : আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিকি, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান, তানভীর আহমেদ, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।