চাপ নয়, লিটন বলছেন শুধু ‘চিল’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে এমনেতেই ব্যাকফুটে বাংলাদেশ। তার ওপর গত ২৪ ঘণ্টা ঝড় বয়ে গেল বাংলাদেশ ক্রিকেটে। প্রথম ওয়ানডে হারার পরদিন অবসর নিয়ে নিলেন অধিনায়ক তামিম ইকবাল। এ নিয়ে তোলপাড় মিডিয়াপাড়া।
অবস্থা যখন এমন তখন, সিরিজ চলাকালীয়ন দলের ওপর প্রভাব পড়াটা স্বাভাবিকই। কিন্তু তামিমের বদলে নেতৃত্ব পাওয়া লিটন দাস শোনালেন অন্য কথা। আভাস দিলেন যে, চাপ নয় বরং ফুরফুরে মেজাজেই আছেন তারা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়, দেশের সেরা ওপেনার নেই, আপনি এখন অধিনায়কের দায়িত্ব পেলেন অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে কিনা। তখন অধিনায়ক ছোট্ট বাক্যে বললেন, ‘না, ভাই চিল (আছি)’।
সেই সঙ্গে তামিম ইস্যুতে না যেয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ম্যাচের প্রসঙ্গই রাখতে বললেন লিটন দাস। পুরো সংবাদমাধ্যম যখন তামিম ইস্যুতে জানার জন্য আগ্রহী তখন লিটন জবাব দিলেন, ‘ভাই প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোন কিছু নিয়ে হচ্ছে। যদি না হয় তাহলে লিটন দাস এখানে না থাকাই ভাল। বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচকে ডাক দেন তখন এই প্রশ্ন কইরেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে আসছি।’
তবে তামিমের ব্যাপার একেবারেই এড়িয়ে যাননি লিটন। তিনি বলেছেন, ‘আমি বিষয়টা জানতে পেরেছি, বেলা ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি অনেক দিন ধরে খেলেছি তাঁর সঙ্গে। এ রকম একটা সিদ্ধান্ত আসবে, এটা আমরা কেউই উপলব্ধি করতে পারিনি। তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের (তামিম) সিদ্ধান্ত। উনি এত দিন ধরে বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক কিছু দিয়েছেন। আমরা সবাই যেন উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেটাকে সম্মান করি। আমাদের সবারই তা করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।’