অধিনায়কত্ব ইস্যুতে মুখ খুললেন লিটন
কে হবেন ওয়ানডেতে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? এই প্রশ্নটির উত্তর যেন কিছুতেই মিলছে না। জরুরি সভা ডেকেও অধিনায়ক বাছাই করতে পারেনি বিসিবি। অধিনায়ক ইস্যুতে সমাধান পেতে অপেক্ষা করতে হবে আরও ২-১ দিন। এই ইস্যুতে এবার মুখ খুললেন অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা ওপেনার লিটন দাস।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলেই দেশে ফিরেছেন লিটন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পর এশিয়াক কাপকে সামনে রেখে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। এর আগে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিটন। সেই অনুষ্ঠানে অধিনায়ক প্রসঙ্গে কথা বলেন এই ডানহাতি ব্যাটার।
অধিনায়ক প্রসঙ্গে লিটন বলেন,‘ কাকে দায়িত্ব দেবে, এই বিষয়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ব্যাপার। আপনারা হয়তো ১-২ দিনের ভেতর নামটা জেনে যাবেন। আমি বলার থেকে বোর্ডের কাছ থেকে শুনলে খুব ভালো হবে। আর যেহেতু অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছ থেকে ভালো কিছু চায়। আমিও চাই আমি দেশকে ভালো কিছু দিতে। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেস্টা করেছি, ভবিষতেও করব।’
গুঞ্জন আছে, সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক বেছে নিতে পারে বিসিবি। সেই হিসেবে সাকিব আল হাসানকে দেয়া হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব। আর লিটনকে দেওয়া হতে পারে টেস্টের অধিনায়কত্বের দায়িত্ব।
যদিও এই বিষয়গুলো নিয়েই অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা সাকিব,মিরাজ ও লিটনের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অধিনায়ক বাছাইয়ের দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে জানা যাবে, কে হচ্ছেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক।