বাবা হতে চলেছেন ক্রিকেটার শান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/17/shoriful.jpg)
মাঠের ক্রিকেটে সময়টা দুর্দান্ত যাচ্ছে ব্যাটার নাজমুল হোসেন শান্তর। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি আসরকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এই বাঁহাতি ব্যাটার। এরই মাঝে সুখবর পেলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন শান্ত।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানসম্ভবা স্ত্রী সাবরিন সুলতানা রত্নার সঙ্গে দুটো ছবি পোস্ট করেন শান্ত। এর আগে ইনস্টাগ্রামে শান্তর স্ত্রীর বেবি বাম্পের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। সেগুলোতে শান্তর পাশাপাশি দেখা যায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের স্ত্রীদের। তাদের মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফের স্ত্রী।
নাজমুল হোসেন শান্ত ছিলেন একসময় দল থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে। তাকে নিয়ে আশা হারিয়ে ফেলেছিলেন সমর্থকদের অনেকেই। ক্রিকেট বিশ্লেষকরাও শান্তকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখন। কেউ কেউ তাকে ফেলেছিলেন বাতিলের খাতায়। তবে, পরবর্তীতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে শান্ত এখন দলের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম।
২০২০ সালের ১১ জুলাই রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রামের মেয়ে সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেন শান্ত। একই জেলা ও উপজেলার পাশের গ্রাম রনহাটে শান্তর গ্রামের বাড়ি।