লিটনের অফফর্ম নিয়ে চিন্তিত নন হাথুরুসিংহে
ব্যাট হাতে ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে ওপেনার লিটন দাসের। তিন সংস্করণ মিলিয়ে গত বছর এক হাজার ৯২১ রান করেন এই ব্যাটার। সেই তুলনায় ২০২৩এ অনেকটাই আড়ালে লিটন। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে চেনা ছন্দে নেই লিটন। যদিও লিটনের এমন অফফর্ম নিয়ে খুব একটা মাথাব্যথা নেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।
আজ শনিবার (২৬ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সম্ভাবনার পাশাপাশি দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসের অফফর্ম প্রসঙ্গে কথা বলেন হাথুরুসিংহে।
লিটন দাসের অফফর্ম প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমার কাছে মনে হয় না, এই মুহূর্তে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে। সে সম্প্রতি কানাডা ও শ্রীলঙ্কায় খেলে এসেছে। ওখানে সে কী স্কোর করেছে, সেটা নিয়ে খুব একটা ভাবতে চাই না। কারণ, এমনিতেও ওই টুর্নামেন্টগুলোয় খুব বেশি রান হয়নি। আর সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে, সেগুলোতে সে ছন্দে ফিরে আসবে, এমনটাই আমাদের প্রত্যাশা।’
এছাড়া এশিয়া কাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে হাথুরুসিংহের ভাষ্য, ‘গ্রুপপর্বে আমাদের শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। এই দুটো দলের সঙ্গে আমরা অতীতে ভালো করেছি। বিশেষ করে এশিয়া কাপে। আমরা কীভাবে সুবিধা নিতে পারি, সেটাই বড় বিষয়। আমাদের প্লেয়ারদের ফিটনেস খুবই ভালো। আমরা যতটা প্রস্তুতি নিতে পেরেছি, তাতে আমি খুবই খুশি। অনুশীলন গেমগুলো আমাদের খুবই সহায়তা করেছে। আশা করছি, ভালো কিছুই হবে।’
এশিয়া কাপ খেলতে আগামীকাল রোববার (২৭ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর দিন তিনেকের প্রস্তুতি শেষে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবের দলের এশিয়া কাপ মিশন।