এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, ফিরলেন বিজয়
এশিয়া কাপ মিশন শুরুর আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। ভাইরাল জ্বরের কারণে এশিয়া কাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। তাঁর পরিবর্তে দলে কে সুযোগ পাবেন, এ নিয়ে আলোচনাও কম হয়নি। অবশেষে লিটনের জায়গায় এনামুল হক বিজয়কে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজই দলের সঙ্গে শ্রীলঙ্কাতে যোগ দেবেন তিনি।
আজ বুধবার (৩০ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। শুরুতে জানা গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লিটনকে পাওয়া যাবে না। তবে পুরো টুর্নামেন্ট থেকে যে লিটন ছিটকে যাবেন, সেটা ছিল অনেকটাই অপ্রত্যাশিত।
অবশ্য হুট করে বিজয় দলে সুযোগ পাওয়ায় কিছুটা অবাক হয়েছেন ভক্তরা। কারণ এশিয়া কাপের ক্যাম্পের পাশাপাশি বিশেষ ক্যাম্পেও ডাক পাননি বিজয়। তবে ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ২০১৫ বিশ্বকাপ খেলার সময় চোট পেয়ে ছিটকে যান এ ওপেনার। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরলেও আর থিতু হতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার সুবাদে মাঝেমধ্যেই ডাক পান বাংলাদেশ দলে। তবে বড় কিছু করতে না পারায় বাদ পড়তে হয়। কয়েকবছর ধরেই চলছে জাতীয় দলে বিজয়ের আসা-যাওয়া।
ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯ দশমিক ৫৭, স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে। এশিয়া কাপে লিটনের জায়গায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন বিজয়, সেটাই এখন দেখার পালা।
বাংলাদেশ স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।