ফাইনালে যেমন হলো ভারত-শ্রীলঙ্কার একাদশ
আজই এশিয়ার সেরা দল খুঁজে পাবে ক্রিকেটপ্রেমীরা। এশীয় শ্রেষ্ঠত্বের আসরে আজ রোববার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। মেঘা ফাইনালে দুদলই একাদশেই এসেছে পরিবর্তন এনেছে। কারণ, ফাইনালের আগে বাংলাদেশের বিপক্ষে অনেককেই বিশ্রাম দিয়েছিল ভারত। আজ তাদের সবাইকে ফিরিয়েছে সফরকারীরা।
কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে রোহিত শর্মার ভারত। ফাইনালে ভারতের একাদশে নেই অক্ষর প্যাটেল। বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটের কারণে তাকে পায়নি ভারত। তাঁর জায়গায় একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর।
অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে একটিই পরিবর্তন এসেছে। হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে গেছেন মহিশ থিকশানা। চলমান আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন থিকশানা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি সাত নম্বরে আছেন। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে চাপে রাখার বেশ ভূমিকা ছিল এই স্পিনারের। তাকেই আজ পেল না স্বাগতিকরা। এই স্পিনারের জায়গায় এসেছেন আরেকজন স্পিনার। থিকশানার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমন্ত।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুন নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান ও মাতিশা পাতিরানা।