সাংবাদিক দেখে চটলেন লিটন
মাঠের ক্রিকেটে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ সেমিতে খেলার যে স্বপ্ন বাংলাদেশের, তা এখন অনেকটাই ফিঁকে হয়ে আসছে। এমন পরিস্থিতিতে মাঠের বাইরের ইস্যুতে আলোচনায় এলেন ওপেনার লিটন দাস। পুনেতে টিম হোটেলের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তার আচরণ নিয়ে উঠল প্রশ্ন।
লবিতে সাংবাদিক দেখে নিরাপত্তাকর্মী ডাকেন লিটন। হোটেল প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দেওয়া হয় তাদের। তাও আবার নিরাপত্তাকর্মীদের দিয়েই। এরপর বয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়।
বিশ্বকাপের আগে থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন। মিরপুরে কিউইদের বিপক্ষে আউট হওয়ার পর ড্রেসিংরুমের সামনে ব্যাট ভাঙতেও দেখা যায় তাকে।
গতকাল (শনিবার) বাংলাদেশ দল চেন্নাই থেকে পুনে পৌঁছায়। শহরের কনরাড হোটেলে অবস্থান করছে টিম বাংলাদেশ। অনুশীলন না থাকায় দলের সংবাদ সংগ্রহে হোটেলে হাজির হন বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকরা। হোটেলের লবিতে সাংবাদিকদের দেখেই রেগে যান লিটন। রেগে-মেগে তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। তাদের কাছে জানতে চান, ‘মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন?’
লিটনের অভিযোগে সাংবাদিকদের চলে যাওয়ার অনুরোধ জানান হোটেলের নিরাপত্তাকর্মীরা।