ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামছে কাল, সরাসরি দেখবেন যেভাবে
বিশ্বকাপ বাছাইপর্বের কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর সকাল ৮টায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। কনকাকাফ অঞ্চলের চতুর্থ রাউন্ডের ম্যাচ এগুলো।
তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ পেরু এখনও জয়ের দেখা পায়নি। তবে, পেরুর ঘরের মাঠ স্তাদিও ন্যাশনাল দে লিমাতে আর্জেন্টিনাকে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষায়। বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তেরা গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে। এ ছাড়া, চোটের কারণে ছন্দে নেই মেসি। ম্যাচেও অনিশ্চিত তিনি। চোট আগেই দল থেকে ছিটকে পড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
অন্যদিকে, বাছাইপর্বে আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তালিকার দ্বিতীয় স্থানে। এ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ উরুগুয়ে একটি করে জয়, ড্র ও হারে চার পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। উরুগুয়ের মাঠ স্তাদিও সেঞ্চেনারিওতে ব্রাজিলকেও তাই দিতে হবে কঠিন পরীক্ষা।
দুটি ম্যাচই দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস, টিওয়াইসি স্পোর্টস-২, মোভিস্টার ও ফিফা প্লাসে।