বাংলাদেশ ম্যাচের আগের রোহিতের জরিমানা
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে ভারত। এমন দাপুটে জয়ের পর তিনদিনের ছুটি পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে মুম্বাই যান রোহিত। এরপর পরিবারসহ পুনেতে ফেরার পথে তিনবার জরিমানা গুনতে হয়েছে ভারতীয় অধিনায়ককে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী গাড়ি চালিয়ে মুম্বাই থেকে পুনেতে ফেরার পথে রোহিতের নামে অনলাইনে তিনবার জরিমানা কাটা হয়েছে। তবে কত টাকা জরিমানা করা হয়েছে তাকে, সেটা এখনও জানা যায়নি। নিজের ল্যাম্বরগিনিতে চড়ে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে রীতিমত গতির ঝড় তোলেন রোহিত। তার গাড়ির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২১৫ কি.মি.। যা নিয়ে শঙ্কিত পুনের ট্রাফিক পুলিশ।
পুনে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিতের টিম বাসে যাওয়া উচিত ছিল। তার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন বেপোরোয়াভাবে গাড়ি চালানো ঠিক নয়। নিজের ও পরিবারের কথা ভাবা উচিত। তারা ভিআইপি হয়ে নিয়ম না মানলে, সেটা আসলেই দুঃখজনক। এর আগেও রিশাভ পান্ত ঠিক এমনই এক কারণে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ক্যারিয়ার এখন হুমকির মুখে। যদিও এই বিষয়ে এখন রোহিতের পক্ষ থেকে কোনো মন্তব্য মেলেনি।