প্রথমার্ধ্বে অস্ট্রেলিয়ার সামনে ধরাশায়ী বাংলাদেশ
মেলবোর্নের আমি পার্ক স্টেডিয়ামে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চেয়ে ধারেভারে অনেক এগিয়ে সকারুরা। তবে, বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। ভালো কিছুর আশা নিয়েই বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর বাছাই পর্বের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাঠে নামে দলটি। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আই গ্রুপে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথমার্ধ্ব শেষে ৪-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় মিনিটেই ফ্রি-কিক পায় তারা। লেফট উইং থেকে নেওয়া ক্রেইগ গুডউইনের কিক খুঁজে নেয় ডি-বক্সে থাকা হ্যারি সুট্যারকে। লাফিয়ে উঠে দারুণ হেডারে গোল করে দলকে এগিয়ে নেন সুট্যার। গোল হজম করে বাংলাদেশ নিজেদের রক্ষণভাগ গুছিয়ে নেয় বাংলাদেশ। রক্ষণভাগ সামলে ১৬তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম চেষ্টা করেছিলেন আক্রমণের। বাম প্রান্ত থেকে সকারু রক্ষণকে কাটিয়ে শট নিলেও গোলরক্ষক ম্যাথু রায়ান অনায়াসে লুফে নেন সেটি।
ম্যাচের ২০তম মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে একদম ডি-বক্স ঘেষে লুইস মিলারের দারুণ লবে গোল করেন কিয়ানু বাক্কাস। দুই গোল পেয়ে অস্ট্রেলিয়া আরও গতিময় ফুটবল শুরু করে। দুই প্রান্ত থেকেই সমানতালে আক্রমণ চালায় তারা। তাতে, দিশেহারা হয় বাংলাদেশের রক্ষণভাগ। ৩৭ মিনিটে কনর মেটকাপের ক্রসে মিচেল ডিউকের হেড থেকে ম্যাচে তৃতীয় গোলের দেখা পায় সকারুরা।
তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ আসলে খেই হারিয়ে ফেলে। অস্ট্রেলিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে তারা। সেই সুযোগে ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোল ও দলের পক্ষে চতুর্থ গোল করেন ডিউক। চার গোলের লিড নিয়েই বিরতিতে যায় অস্ট্রেলিয়া।