মাঠে দ্বন্দ্বে জড়ালেন দুই ভারতীয় ক্রিকেটার
ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভূমিকা রেখেছিলেন গৌতম গম্ভীর ও শ্রীশান্ত। ব্যাট হাতে গম্ভীর ও বল হাতে শ্রীশান্ত আসরজুড়ে ছিলেন সপ্রভিত। দুজনই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। গম্ভীর স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর নিলেও শ্রীশান্তের ক্যারিয়ার থামে ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে। সাবেক এই দুই সতীর্থ অনেকদিন পর খেলার মাঠে নেমেছেন। তবে, এবার প্রতিপক্ষ হিসেবে। সেখানেই হঠাৎ দ্বন্দ্বে জড়ান গম্ভীর ও শ্রীশান্ত।
লিজেন্ড লিগ ক্রিকেটের এলিমিনেটর রাউন্ডে গতকাল বুধবার (৬ ডিসেম্বর) মুখোমুখি হয় ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টস। ইন্ডিয়া ক্যাপিটালের অধিনায়ক গম্ভীর এক পর্যায়ে শ্রীশান্তকে অনবরত ফিক্সার ফিক্সার বলতে থাকেন। শ্রীশান্ত হেসে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু, গম্ভীর অনবরত তাকে ফিক্সার বলেই যাচ্ছিল।
কাল থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো চাউর ছিল এ খবরে। গম্ভীর বা শ্রীশান্তের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, এ বিষয়ে আজ বৃহম্পতিবার (৭ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন শ্রীশান্ত।
ভিডিওতে শ্রীশান্ত বলেন, ‘কাল থেকে আমাকে অনেক গণমাধ্যম একই প্রশ্ন করে যাচ্ছে। আমাকে গম্ভীর কেন এ কথা বলেছে? আমি তাকে কিছু বলেছি কি না? অথচ, আমি কিছুই বলিনি। সে হঠাৎ করে আমাকে ফিক্সার ফিক্সার বলা শুরু করে। আমি বিষয়টি হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাকে জিজ্ঞেস করলাম, কী বললে তুমি? সে তখন আবারও একই কথা বলা শুরু করেছে। এক পর্যায়ে আমাকে গালিও দেয়। কেন সে এমনটি করেছে আমি জানি না।’