‘একটা ম্যাচ হারা মানেই রোহিত বাজে অধিনায়ক নয়’
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সবাই ভারতীয় দলকেই এগিয়ে রেখেছিল। ফাইনালের আগ পর্যন্ত ভারত খেলেছে সেরার মতোই। ফাইনালে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার কাছে। খুব কাছে গিয়েও বিশ্বকাপ না পাওয়ার কষ্ট ভুলতে পারেনি ভারত। বিশেষত, ফাইনালে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে এখনও হচ্ছে আলোচনা-সমালোচনা।
ফাইনালের পর ভারতীয় দল ও রোহিতের পাশে দাঁড়িয়েছেন সাবেকরা। তাদের মধ্যে ছিলেন ২০১১ বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীরও। এবার আরও একবার রোহিতের পক্ষ নিলেন তিনি। জানালেন, একটা খারাপ ম্যাচ রোহিতকে কখনোই বাজে অধিনায়ক বানাতে পারে না। ভারত পুরো বিশ্বকাপে অসাধারণ খেলেছে।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের শো ‘এএনআই পডকাস্ট উইথ স্মিতা প্রকাশ’-এ অতিথি হয়ে আসেন গম্ভীর। সেই শোতে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) গম্ভীর বলেন, ‘রোহিতকে অনেকেই দোষ দিচ্ছে। আমি মনে করি, সে যতদিন ফর্মে আছে তার কাঁধেই দায়িত্ব থাকা উচিত। তার নেতৃত্বেই ভারত টানা ১০ ম্যাচ আধিপত্য ধরে রেখেছে। একটা বাজে ম্যাচ মানেই রোহিত খারাপ অধিনায়ক নয়।’
আইপিএলে রোহিতের নেতৃত্বে পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেটি টেনে এনে গম্ভীর বলেন, ‘আইপিএলে পাঁচটি শিরোপা জেতা রূপকথা নয়। অধিনায়ক হিসেবে রোহিত খুবই দারুণ। নিজের কাজটা সে ভালোভাবে করেছে। একটা বাজে ম্যাচের জন্য তাকে আপনি খারাপ অধিনায়ক বলতে পারেন না।’