ওয়ার্নার কাণ্ডে জনসনকে সাজা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে সম্প্রতি একটি কলামে বেশ কড়া কথা বলেছেন মিচেল জনসন। সাবেক অসি পেসার জনসন তার কলামে একটি প্রশ্ন তোলেন ওয়ার্নারকে নিয়ে। পাকিস্তানের সঙ্গে চলমান টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার। এই ঘোষণার পর ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের জন্য রেখেছে বিদায়ী আয়োজন। তা নিয়ে আপত্তি জনসনের। বিতর্কিত একজনকে কেন বীরের বেশে বিদায় দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তা নিয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন জনসন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। যা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। এমন কেলেঙ্কারিতে যুক্ত থাকার পরও কেন ওয়ার্নারকে নায়কের বেশে বিদায় দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন জনসন। তা নিয়ে জমে ওঠে সাবেক দুই সতীর্থের কথার লড়াই।
জনসনের এমন কথার জবাবে ওয়ার্নার জানিয়েছিলেন, লোকে কত কথাই বলবে। আমি ওসবে কান দিতে চাই না। মাঠের খেলায় আমার জবাব দেব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি করে জবাব দেন ওয়ার্নার।
জনসন-ওয়ার্নারের লড়াইয়ের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে জনসনকে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকার শাস্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন জনসন। তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে। এমনকি সিরিজের শেষ টেস্টেও তিনি ধারাভাষ্য দিতে পারবেন না। এ ছাড়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জনসন ক্রিকেট বিয়য়ক কোনো শোতে যেতে পারবেন না এবং কোনো কিছু লিখতে পারবেন না বলে জানায় অস্ট্রেলিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।