হাসপাতালে ভর্তি কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। খবরটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে বাফুফের মিডিয়া বিভাগ।
মিডিয়া বিভাগের বরাতে জানা যায়, রক্তচাপ ওঠানামা করায় সালাউদ্দিনের পরিবার তাকে হাসপাতালে ভর্তি করায়। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আরও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে তার অবস্থা সম্পর্কে।
এ ছাড়া, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন সালাউদ্দিন। যদিও, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে জানা গেছে, বাফুফের মাধ্যমে সালাউদ্দিনের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
২০০৮ সালে মেজর জেনারেল আমিন আহমেদকে হারিয়ে প্রথমবার বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কাজী সালাউদ্দিন। পরের দফায় অবশ্য লড়াই করতে হয়নি সাবেক এই তারকা ফুটবলারকে। ২০১২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। চার বছর পর অবশ্য বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে কামরুল আশরাফকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাফুফে প্রধান হন তিনি। আর শেষবার ২০২০ সালে প্রতিদ্বন্দ্বী বাদল রায়কে হারিয়ে টানা চতুর্থবার দেশের ফুটবলের দায়িত্ব পান সালাউদ্দিন।