নিউজিল্যান্ড সফর শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল
প্রতিবার বুক ভরা আশা নিয়ে নিউজিল্যান্ড সফরে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে, এবারের প্রেক্ষাপটটা বেশ ভিন্ন। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে দেশে ফিরছেন ক্রিকেটাররা।
আজ সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে ক্রিকেটারদের। আপাতত আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর আগামী সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনুশীলন।
এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের শুরুটা হয় ওয়ানডে দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৪৪ রানে হারায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রানপাহাড় টপকে সাত উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। তবে, তৃতীয় ম্যাচে ইতিহাস গড়ে নয় উইকেটের জয় তুলে নেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য শুরু করে বাংলাদেশ। লিটন দাস-শেখ মেহেদীদের নৈপুণ্যে পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে কিউইরা ১৭ রানের জয় পেলে সিরিজ হারের আক্ষেপে পুড়তে হয় বাংলাদেশকে।