সর্বোচ্চ উইকেট পেয়ে উচ্ছ্বসিত শরিফুল
একটা সময় বাংলাদেশ দল মানেই ছিল স্পিননির্ভর। যে কোনো কন্ডিশনে, যে কোনো দলের বিপক্ষে স্পিনই ছিল মূল ভরসা। সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। স্পিনারদের পাশাপাশি পেসাররাও এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সদ্য বিদায়ী বছরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেসাররা। ওয়ানডেতে শরিফুল ইসলাম নিয়েছেন সর্বোচ্চ ৩২ উইকেট। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬ উইকেট তাসকিন আহমেদের। আর তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে ৫২ উইকেট পেয়েছেন শরিফুল।
নতুন বছর উপলক্ষে এই সাফল্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন শরিফুল। নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, ‘সব ফরম্যাট মিলিয়ে বছরে সবচেয়ে বেশি উইকেট পাওয়াটা অনেক গৌরবের। নতুন বছর যেন আরও ভালো হয়। এই ধারা যেন অব্যাহত থাকে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবার মনোবাসনা পূর্ণ হোক।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ডিসেম্বরে হওয়া সিরিজেও সামনে থেকে অবদান রাখেন শরিফুল। টি-টোয়েন্টিতে হন সিরিজসেরা। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও ২২ ধাপ এগিয়েছেন তিনি।
মিরপুরে ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় শরিফুলের। অভিষেকের পর থেকেই দলে নিয়মিত মুখ তিনি। অর্জন করেছেন আস্থার জায়গা। এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলা শরিফুলের উইকেটসংখ্যা ৫১টি। তৃতীয় দ্রুততম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট স্পর্শ করেন তিনি। পেসার হিসেবে দ্বিতীয়। ওয়ানডে ক্যারিয়ারে এখনও ফাইফারের দেখা না পেলেও শরিফুল চার উইকেট পেয়েছেন তিন ম্যাচে।