দরিভালের হাতেই ব্রাজিলের দায়িত্ব
কাতার বিশ্বকাপের পর প্রায় ১৩ মাস স্থায়ী কোনো কোচ ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব সামলেছিন ফার্নান্দো দিনিজ। তার অধীনে সাফল্য না আসায় গত সপ্তাহে তাকে বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছিল সাও পাওলো কোচ দরিভালের নাম। গুঞ্জন সত্যি করে দরিভালকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। সেলেসাওদের ডাগআউট সামলানোর দায়িত্বটা এখন ৬১ বছর বয়সী দরিভালের ওপর।
ব্রাজিলের দায়িত্ব পেয়ে দরিভাল বলেন, ‘এটি ভীষণ তৃপ্তিদায়ক। আমি আমার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা কর। সবার আগে বলতে চাই, ব্রাজিলের ওপর আস্থা ফিরিয়ে আনুন। এই দলটি বিশ্বসেরা।’
কোচিং পেশাতে দারুণ সফল দরিভাল। রয়েছে সমৃদ্ধ এক ক্যারিয়ার। ২২ বছরের ক্যারিয়ারে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসের দায়িত্ব পালন করেছেন তিনি। টানা দুবার জিতেছেন কোপা দো ব্রাজিলের শিরোপা। ফ্লুমিনেন্সকে ২০২২ সালে এবং সাও পাওলোকে ২০২৩ সালে জিতিয়েছেন মর্যাদার এই ট্রফি।