বিপিএলের বিরতিতে ইজতেমা ময়দানে মুশফিক
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হবে আয়োজন। এরই মধ্যে দেশ-বিদেশের মুসল্লিরা জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মুশফিকুর রহিম নিজ গাড়ি নিয়ে ময়দানে প্রবেশ করেন। এ সময় ময়দান থেকে অভ্যর্থনা জানান কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
আয়োজকরা জানান, শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (সাদ অনুসারী) আনুষ্ঠানিকতা শুরু হলেও আম বয়ান চলবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই। রোববার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে কয়েক লাখ মানুষ অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের।