রাসেলের ছোট্ট ক্যামিওতে কুমিল্লার লড়াকু সংগ্রহ
লিটন-হৃদয়রা পুরো আসরজুড়ে দুর্দান্ত ছন্দে থাকলেও ফাইনালে ছিলেন নিষ্প্রভ। একাধিক ব্যাটার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এই তালিকায় আরও আছেন জনসন চার্লস-মঈন আলির মতো তারকারা। শেষদিকে আন্দ্রে রাসেলের ক্যামিওতে লড়াই করার পুঁজি পায় কুমিল্লা।
কুমিল্লাকে চাপে রেখেছে বরিশাল
পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের চারবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার লিটনদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে, ফরচুন বরিশাল আগে ফাইনাল খেললেও শিরোপার স্পর্শ পায়নি। তাদের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। যদিও আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো করতে পারছে না কুমিল্লার ব্যাটাররা। মাত্র ১১৫ রানের মাথায় ছয় উইকেট হারাল দলটি।
চার্লসকে ফিরিয়ে জুটি ভাঙলেন ম্যাককয়
দলীয় ৪২ রানের মাথায় লিটনের বিদায়ের পর অঙ্কনকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন জনসন চার্লস। তবে, তাদের জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৬৫ রানের মাথায় ম্যাককয়ের বলে ক্যাচ তুলে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। আউটের আগে করেন ১৭ বলে ১৫ রান।
হৃদয়ের পর ফিরলেন লিটনও
ফাইনালে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তবে, দলীয় ৩০ রানের মাথায় হৃদয়ের বিদায়ে পর দ্রুতই ছন্দ হারান লিটন। ফুলারের বলে থার্ড ম্যান এরিয়াতে থাকে রিয়াদের হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। ১২ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে।
চাপ বাড়িয়ে হৃদয়ের বিদায়
দলীয় ছয় রানের মাথায় নারিনে বিদায়ে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। তবে, লিটন ও হৃদয়ের ব্যাটে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে কুমিল্লা। যদিও এই জুটি খুব একটা বড় হয়নি। দলীয় ৩০ রানে মাথায় ফুলারের বলে মাহমুদউল্লাহ এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। আউটের আগে করেন ১০ বলে ১৫ রান।
প্রথম ওভারেই নারিনকে হারাল কুমিল্লা
আজ শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কাইল মায়ার্সের দ্বিতীয় বলে চার মেরে ভালে শুরু করেছিল নারিন। তবে, তৃতীয় বলে একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ওভারের পঞ্চম বলে মায়ার্সের ফুলার লেন্থ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ম্যাককয়ের হাতে ধরা পড়েন নারিন। চার বল খেলে করেন পাঁচ রান।
টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা
প্লে অফের দুই ম্যাচের মতই বিপিএলের ফাইনালের টস ভাগ্যও পক্ষে এলো তামিম ইকবালের। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উইকেটে শুরুতে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগাতে চান তিনি। ফাইনালের ম্যাচে একাদশে কোন বদল আনেনি বরিশাল।