মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করতে পেরে খুশি তামিম
বাংলাদেশের ক্রিকেট মানেই পঞ্চপাণ্ডব—ব্যাপারটা দীর্ঘদিন ধরে এমন ছিল। দেশের ক্রিকেটকে অনেকদূর নিয়ে যাওয়ার পেছনে তাদের ভূমিকা অসামান্য। পাঁচজনের ব্যক্তিগত ও সম্মিলিত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ প্রত্যেকের ক্যারিয়ার। পঞ্চপাণ্ডবের তিনজন— মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের ঝুলিতে বিপিএলের শিরোপা থাকলেও এতদিন বঞ্চিত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
বিপিএলের দশম আসরের শিরোপা উঠেছে ফরচুন বরিশালের হাতে। আসরজুড়ে চমৎকার খেলা বরিশাল ফাইনালে পাত্তাই দেয়নি চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তামিমের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় দক্ষিণাঞ্চলের দলটি।
তামিম ছাড়াও বরিশালে ছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ১০ বছর বিপিএল খেলে এবারই প্রথম ট্রফি ছুঁয়ে দেখলেন দুজন। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এই শিরোপা তাই উৎসর্গ করলেন দেশের ক্রিকেটের বর্ষীয়ান দুই তারকাকে। ম্যাচ শেষে কথা বলতে গিয়েও দুজনকে সঙ্গে করে নিয়ে যান তিনি। সংবাদ সম্মেলনে এসে সরাসরিই জানালেন, এই শিরোপা দুজনের জন্য।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘রিয়াদ ভাই ও মুশফিক দেশকে অনেক লম্বা সময় ধরে সেবা দিয়েছেন। কিন্তু, তারা বিপিএল ট্রফিটা পাননি। আমার নিজের একটা স্বপ্ন ছিল, যদি শিরোপাটা জিতি তাহলে এটি তাদের দুজনকে উৎসর্গ করব। আমাদের দলে মিরাজ, তাইজুল, সৌম্যর মতো তরুণ ক্রিকেটাররাও ছিল। ওরা সামনে আরও জেতার সময়-সুযোগ পাবে। তবে, মুশফিক ও রিয়াদ ভাইয়ের জন্য সেই সময়টা হয়তো না-ও আসতে পারে। অন্যদের মতো অত সুযোগ নেই। তাই, আমি মন থেকেই চেয়েছিলাম তাদের উৎসর্গ করতে। এটি করতে পেরে আমি খুবই খুশি।’