আইপিএলের মাঝপথে দেশে ফিরলেন মুস্তাফিজ
চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম তিন ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে, আইপিএলের মাঝপথেই হুট করে দেশে ফিরলেন ২৮ বছর বয়সী এই পেসার।
জানা গেছে, আজ মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় ভারত থেকে দেশে ফেরেন মুস্তাফিজ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতেই জরুরি ভিত্তিতে তার এমন ঢাকায় আসা। বিশ্বকাপের আয়োজক দুই দেশের ভিসা পেতে আগামী বৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। সেখানে প্রত্যাশিতভাবেই থাকবেন মুস্তাফিজ।
সবকিছু ঠিক থাকলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। এবারের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। আইপিএলের শুরু থেকেই দলটির একাদশে নিয়মিত এই বাঁহাতি। ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে মুস্তাফিজই এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।
আগামী ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে চেন্নাই। সে ম্যাচের একাদশে যে মুস্তাফিজকে পেতে চাইবে চেন্নাই, তা তো বলাই যায়।