মিরপুরে আইসিসির পর্যবেক্ষক দল
চলতি বছই অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরের স্বাগতিক দেশ বাংলাদেশ। ১০ বছর পর আবারও নারী বিশ্বকাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এর আগে বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পর্যবেক্ষক দল।
বিশ্বকাপের আগে মাঠ পরিস্থিতি দেখতেই তাদের এই সফর। পাঁচ সদস্যের দলটি ঢাকায় পা রাখে গতকাল রোববার (২১ এপ্রিল)। আজ তারা ঘুরে দেখেন হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। যেখানে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ।
আইসিসির এই প্রতিনিধিদের পরবর্তী গন্তব্য সিলেট। সিলেটের দুটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়াম ঘুরে দেখবে তারা। আগামীকাল মাঠগুলো পরিদর্শনের কথা রয়েছে তাদের।
বাংলাদেশে আসা আইসিসির পাঁচ সদস্যের দলে রয়েছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশন্স ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগ থেকে লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগ থেকে অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার। বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, সেটি সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন তারা।