জীবনের বাইশ গজে ‘ক্রিকেট ইশ্বরের’ ৫১
মাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার, ক্রিকেট ইশ্বর ও রান মেশিন! কতই না নাম তার। তবে, তার সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে শতকের সেঞ্চুরি পূরণ করেছেন। বলছি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কথা। ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ের মহারাষ্ট্রে জন্ম এই কিংবদন্তির। তার পিতা রমেশ টেন্ডুলকার ও মা রজনী টেন্ডুলকার। বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেববর্মণের নামানুসারে তার নাম শচীন রাখা হয়। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচীতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। এরপর শচীন যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য।
আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান। সেই সঙ্গে হাঁকিয়েছেন ১০০টি শতক। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩০ হাজারের বেশি রান এবং ২০০ এর বেশি উইকেট রয়েছে তার ঝুলিতে। টেস্টে ২০০ ম্যাচে ১৫ হাজার ৯২১ রান করেন। সাদা পোশাকে ৫১ সেঞ্চুরির মালিক তিনি। ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করেন। ওয়ানডেতে তার নামের পাশে আছে ৪৯ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে এক ম্যাচে তার রান সংখ্যা ১০।
ভারতের হয়ে মোট ৬টি বিশ্বকাপ খেলেছেন শচীন। প্রথম ৫টি বিশ্বকাপে খালি হাতে ফিরতে হয়েছে এই কিংবদন্তি ব্যাটারকে। তবে ২০১১ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জিতে আক্ষেপ ঘোচে ক্রিকেট ঈশ্বরের। এরপর ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় বলেন তিনি।