চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজে বাংলাদেশের হারানোর কিছু নেই। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে নিশ্চিত করেছে সিরিজ। ঢাকা পর্বের শেষ দুটি টি-টোয়েন্টি তাই প্রস্তুতিসম। জিম্বাবুয়ে অবশ্য চাইবে অন্তত শেষের ম্যাচগুলো জয়ে রাঙাতে।
এমন অবস্থায় আজ শুক্রবার (১০ মে) চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে দুদল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শেষ দুই ম্যাচের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। ম্যাচগুলোতে নিজেদের ঝালিয়ে নিতে কার্পণ্য করবে না স্বাগতিকরা।
টসের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই চাইতাম। উইকেট দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ে সহায়তা করবে। আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছি। দলে বেশ কিছু পরিবর্তন এসেছে।’
জিম্বাবুয়ে দলপতি সিকান্দার রাজার ভাষ্য, ‘আমরা হয়তো সিরিজে এখনও ভালো ফল আনতে পারিনি। তবে, আমাদের দলে বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করছি দারুণ কিছু হবে।’